আজকাল ওয়েবডেস্ক: কাঁটা তার দিয়ে পৃথক দুই দেশ, তবুও অটুট বন্ধুত্ব। কাঁটা তার কোনওভাবেই ভাঙতে পারেনি বন্ধুত্বের বন্ধনকে। এপারে বসেই ওপারের প্রানের বান্ধবীর বিয়ে দেখলেন ভারতীয় তরুণী। এমনই একটি ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নজর কেড়েছ নেটিজেনদের। দুই দেশের সীমান্ত কখনও বন্ধুতে ঘুন ধরাতে পারে না, ভাইরাল ওই ভিডিও যেন সেই ইঙ্গিতই করছে।
প্রত্যকেরই ইচ্ছে থাকে প্রিয় বন্ধুদের বিয়েতে অংশগ্রহন করার। যদিও সকলের এই ইচ্ছে পূরণ হয় না। মাঝখানে নানা বাধা এসে অসম্পূর্ণ রয়ে যায় সেই ইচ্ছে। তাও যদি আবার পাকিস্তানের কোনও বন্ধুর বিয়ে হয়, সেখানে পৌঁছে ওঠা তো প্রায় অসম্ভব।
ভারত-পাকিস্তানের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। সেদেশে পাড়ি দেওয়ার আনুমতি পেতে রয়েছে বিশাল জটিলতা। সেকারণেই ভারতীয় তরুণী ভিডিও কলেই বান্ধবীর বিয়ে দেখে আশ মেটালেন। এরপরেই তিনি ভিডিও কলটি রেকর্ডিং করে সেই ভিডিও সমাজ মাধ্যেমে পোস্ট করেন। সঙ্গে একটি আবেগ পূর্ণ ক্যাপশনও দেন। ভারতীয় তরুণী বজরঙ্গি ভাইজান সিনেমার কথা মাথায় রেখে ক্যাপশনে লিখেন , 'বজরঙ্গি ভাইজান, তারের নীচ নিয়ে আমায় পাকিস্তান পৌঁছে দাও।'
এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করা মাত্রই তা নিমিষে ভাইরাল হয়ে যায়। দ্রুত বেড়ে যায় লাইক কমেন্টস ভিউ। নেটপাড়ার সকলের মনে জায়গা করেছে ভাইরাল ভিডিওটি।
